বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ব্যাংক খাতের শেয়ারের বড় উত্থান

ক্রয়মূল্যে বিনিয়োগ হিসাব নির্ধারণ করায়

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা বাজার দামের পরিবর্তে ক্রয় মূল্যে (কস্ট প্রাইস) নির্ধারণ করার অনুমতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আগের দিন এই অনুমতি দেওয়ার পর গতকাল শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকের শেয়ার দরে বড় উত্থান হয়েছে। ব্যাংকের শেয়ার দাম বাড়ায় মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি লেনদেনের পরিমাণ বেড়েছে। সপ্তাহের চতুর্থ দিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ ব্যাংকের শেয়ার দাম বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের চিঠির প্রেক্ষিতে গত মঙ্গলবার (২ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ শেয়ারবাজারে বিনিয়োগে ব্যাংকের বিনিয়োগসীমা নির্ধারণে ক্রয় মূল্যকে (কস্ট প্রাইস) বাজার মূল্য হিসেবে বিবেচনা করার অনুমতি দেয়। এ ছাড়া গত রবিবার থেকে কার্যকর করা হয় ফ্লোর প্রাইস। এতে চলতি সপ্তাহের প্রতিদিনই সূচক বেড়েছে ডিএসইতে।

গতকালের লেনদেন শেষে ডিএসইতে ১৫২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬২টির এবং ৬৮টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০০ পয়েন্টে উঠে এসেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ১৯৫ কোটি ৪১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ১৮৩ কোটি ২৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ১২ কোটি ১৪ লাখ টাকা। যা চলতি বছরের ১০ মে’র পর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৯৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩ টাকা ৮০ পয়সা বেড়ে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ১২৭ টাকা। দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজের ৫৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আর ৩৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৬৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২১ কোটি ৪৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫০টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৮টির এবং ৫৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর