বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে ছয় দফা দাবি খুলনায়

নিজস্ব প্রতিবেদক, খুলনা

‘স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বিধানের ফলে নারীদের অংশগ্রহণের সুযোগ কমে গেছে। কারণ দলীয় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নমিনেশনের কূটচালে নারীরা পুরুষদের সঙ্গে পেরে উঠছে না। এ ছাড়া দল থেকে বহিষ্কার ও চাপের কারণে নারীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারে না।’ গতকাল খুলনায় ‘অপরাজিতা : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ বিষয়ক সংলাপে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে এসব কথা বলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে রাজনৈতিক সংগঠনের নারী নেত্রীরা। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস। বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর সংলাপের আয়োজন করে। এতে ২০২৫ সালের মধ্যে রাজনৈতিক দলে কেন্দ্রীয় ও স্থানীয় কমিটিতে কমপক্ষে ৩৩ শতাংশ নারী অন্তর্ভুক্তি ও জাতীয় ও স্থানীয় নির্বাচনে কমপক্ষে এক-তৃতীয়াংশ নারীকে দলীয় মনোনয়ন দেওয়াসহ ছয় দফা দাবি জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর