বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সয়াবিন তেল ও সার কেনার দরপ্রস্তাব অনুমোদন

♦ ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা ♦ মোট ব্যয় হবে ৭৬৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

সয়াবিন তেল ও সার কেনার দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। উভয় কমিটির সভায় মোট পাঁচটি প্রস্তাবের নীতিগত অনুমোদন ও দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত সভা দুটিতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এতে মোট ব্যয় হবে ৭৬৪ কোটি টাকা।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ২টি এবং সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

তিনি বলেন, সরকারি ক্রয় কমিটির প্রস্তাবনাগুলোর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি এবং শিল্প মন্ত্রণালয়ের ২টি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটিতে কমিটির অনুমোদিত তিনটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৭৬৪ কোটি ৩০ লাখ ১২ হাজার ১০০ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকা এবং দেশীয় ব্যাংক ঋণ ৩১৫ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ১০০ টাকা পাওয়া যাবে।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল বারিক সাংবাদিকদের বলেন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে দুই দেশ থেকে ৩ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার। যার অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির মাধ্যমে ফেরানি পোলাসকা স্পজু ফুড স্টাফ ট্রেডিং এলএলসি, ইউএইর (লোকাল এজেন্ট : শান ট্রেডিং লি. ঢাকা)-এর কাছ থেকে ২ কোটি ২০ লাখ লিটার এবং কানাডা ইঙ্ক, কানাডার (লোকাল এজেন্ট : হক গ্রুপ, ঢাকা) কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে। এই ৩ কোটি ৩০ লাখ তেল ৪৪৮ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকায় সরাসরি ক্রয় (ডিপিএম) পদ্ধতিতে ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

আবদুল বারিক বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি কর্তৃক কাফকো, বাংলাদেশ থেকে দ্বিতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১৫৭ কোটি ৩২ লাখ ৭ হাজার ৫০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক সেবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানিকে সৌদি আরব থেকে তৃতীয় লটে ৩০ হাজার মে. টন (১০%+) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১৫৮ কোটি ১৫ লাখ ৪০ হাজার ৬০০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর