শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা

গরিবের হাসপাতাল ফিরল তাদের কাছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গরিবদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ব্যবস্থাপনায় আবারও চালু হয়েছে সিটি হাসপাতাল। আগে মাত্র ২০ টাকায় গরিব মানুষ সেখান থেকে সপ্তাহজুড়ে চিকিৎসাসেবাসহ ওষুধ পেতেন। সেই গরিবের হাসপাতালটি তিন বছর আগে ইজারা দিয়েছিল রাসিক। বেসরকারি উদ্যোক্তাদের হাতে ছেড়ে দেওয়ায় নগরীর হাজার হাজার গরিব মানুষ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ থেকে বঞ্চিত হতে শুরু করেন। অবশেষে আবারও সিটি করপোরেশন তার নিজস্ব ব্যবস্থাপনায় ফিরিয়ে নিয়েছে হাসপাতালটি। গতকাল বেলা সাড়ে ১১টায় নগরীর রানীনগরে অবস্থিত সিটি হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। মেয়র বলেন, ‘এখন থেকে সাধারণ রোগীদের সেবা, প্রজননস্বাস্থ্য সেবা, প্রসবপূর্ব সেবা, প্রসব সেবা, নরমাল ও সিজারিয়ান ডেলিভারি সেবা, প্রসব-পরবর্তী সেবা, ফ্যামিলি প্ল্যানিং সেবা, শিশুস্বাস্থ্য সেবা প্রদান করা হবে।’

রাসিক মেয়র বলেন, ‘সিটি হাসপাতালটি আরও উন্নত সেবার আশায় বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়া হয়েছিল। তবে সেখানে আশানুরূপ ফল না আসায় সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় অবকাঠামো সংস্কার করে পুনরায় চালু করা হলো। চিকিৎসাব্যবস্থার উন্নয়নে ইতোমধ্যে চিকিৎসক, ফার্মাসিস্ট ও মেডিকেল টেকনিশয়ান নিয়োগ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও চিকিৎসক ও অন্যান্য স্টাফ নিয়োগ দেওয়া হবে। সিটি হাসপাতালটি গরিব-অসহায় মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।’ এ ছাড়া সিটি হাসপাতালসংলগ্ন রাস্তাটি প্রশস্ত এবং এটি পূর্ণাঙ্গ হাসপাতাল ও কলেজে পরিণত করতে একটি প্রকল্প সমাজকল্যাণ মন্ত্রণালয়ে দাখিল করা হয়েছে বলেও জানান মেয়র।

জানা গেছে, ‘সেলট্রন’ নামের একটি বেসরকারি কোম্পানি প্রথম বছরে মাত্র ১২ লাখ, দ্বিতীয় বছরে ১৮ লাখ ও তৃতীয় বছরে ২০ লাখ টাকায় সিটি হাসপাতালটি ইজারা নিয়েছিল।

সুশাসনের জন্য নাগরিক, রাজশাহী জেলা কমিটির সভাপতি আহমেদ শফিউদ্দিন বলেন, ‘রাসিকের এ সিদ্ধান্তের ফলে গরিব নাগরিকরা তাদের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ছিল। এটা সম্পূর্ণ বেআইনি। একটি সরকারি প্রতিষ্ঠান এভাবে ইজারা দিতে পারে না রাসিক। দেরিতে হলেও আবারও সিটি করপোরেশন নিজস্ব ব্যবস্থাপনায় ফিরিয়ে নিয়েছে, এটা ভালো উদ্যোগ।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর