শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা

পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ গণনা ক্রয়মূল্যে

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ হিসাব বা এক্সপোজার লিমিটের নতুন পদ্ধতি চালু করেছে বাংলাদশে ব্যাংক। শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে বাজার মূল্যের পরিবর্তে ক্রয়মূল্যে হিসাব করার পদ্ধতিতে অর্থ মন্ত্রণালয় সায় দেওয়ার পর বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করেছে। গতকাল এই প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৬ক উপ-ধারা অনুযায়ী পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের ঊর্ধ্বসীমা নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের ধারণকৃত শেয়ারের ক্রয়মূল্যকে ‘বাজার মূল্য’ হিসেবে বিবেচনা করতে হবে।

শেয়ার, করপোরেট বন্ড, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড ও অন্যান্য পুঁজিবাজার নিদর্শনপত্রের বাজার মূল্য হিসাবায়নের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে।’

সর্বশেষ খবর