শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

রোহিঙ্গা প্রসঙ্গে কমনওয়েলথ দেশগুলোর ভূমিকা চাইলেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

ব্রিটেনে সফররত বাংলাদেশ পার্লামেন্টের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রোহিঙ্গা সমস্যা সমাধানে কমনওয়েলথভুক্ত দেশগুলোর আরও জোরাল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ‘কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে’র (সিপিএ) সেক্রেটারি জেনারেল মি. স্টিফেন টুইগের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। এ বিষয়ে বিশেষ কার্যক্রম গ্রহণের জন্য  সেক্রেটারি জেনারেলকে অনুরোধ জানান তিনি। বুধবার লন্ডনে সেন্ট জেমস কোর্ট হোটেলে সিপিএ’র সেক্রেটারি জেনারেলের সঙ্গে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। বৈঠককালে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম উপস্থিত ছিলেন। স্পিকার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ)-এর বর্তমান চেয়ারম্যান হিসেবে যে ভূমিকা পালন করে যাচ্ছেন তা অনুসরণযোগ্য। সরকারি পর্যায়ে বাংলাদেশের এসব অর্জন থেকে কমনওয়েলথভুক্ত দেশগুলো দিকনির্দেশনা পেতে পারে। এক্ষেত্রে আন্তপার্লামেন্ট যোগাযোগ বৃদ্ধিকরণের মাধ্যমে সংসদ সদস্যরা ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

সর্বশেষ খবর