রবিবার, ৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক

সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এ সরকারকে অচিরেই বিদায় না করতে পারলে দেশের মানুষকে রক্ষা করা যাবে না।

তিনি গতকাল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন। রিজভী বলেন, সরকারের সময় ফুরিয়ে এসেছে, এটা আঁচ করতে পেরে মরিয়া হয়ে উঠেছে, তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। মধ্য রাতে হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়িয়ে এ সরকার আবারও প্রমাণ করেছে যে, তারা গণদুশমন। জনগণের টাকা লুট করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এ সময় ড্যাব সভাপতি প্রফেসর ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. আবদুস সালাম, ড্যাবের সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ সেলিম, ডা. রফিকুল ইসলাম, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. এরফান আহমেদ, ডা. আদনান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর