রবিবার, ৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

মূল্য বৃদ্ধি প্রত্যাহার করতে হবে : খেলাফত মজলিস

নিজস্ব প্রতিবেদক

সব ধরনের জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, বিদ্যুতের লোডশেডিংয়ে মানুষ বিপর্যস্ত। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। কোনোভাবেই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। এর মধ্যে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধি মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। তিনি বলেন, এক লাফে ৫০ শতাংশের কাছাকাছি বাড়ানোর ফলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসবে।

পরিবহন ভাড়াসহ জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে। মানুষের জীবনে নেমে আসবে ভয়াবহ সংকট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর