সোমবার, ৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

হাতের ইশারায় চলে যানবাহন

ট্রাফিক সাইন সিগন্যালসহ পাঁচ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা নগরীতে সড়কে আধুনিক ট্রাফিক সাইন সিগন্যাল ব্যবস্থা নেই। ফলে ট্রাফিক পুলিশকে হাতের ইশারায় যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করতে হয়। একই  সঙ্গে গতি নিয়ন্ত্রণে শহরজুড়ে অপরিকল্পিত ‘স্পিড ব্রেকার’ তৈরি করা হচ্ছে। এতে বাড়ছে নাগরিক ভোগান্তি।

এদিকে খুলনায় সড়কে দুর্ঘটনা রোধে ডিজিটাল ট্রাফিক সাইন সিগন্যালসহ পাঁচ দফা দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। গতকাল খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ এসব দাবি জানান। দাবিগুলো হচ্ছে- নগরীর সব সড়কে ডিজিটাল ট্রাফিক সাইন সিগন্যাল স্থাপন, ফুটপাত দখল মুক্ত, সড়কে ইট-বালুর ব্যবসা বন্ধ, রিকশা-ইজিবাইক চালকদের চলাচলের প্রশিক্ষণ ও অবৈধ ইজিবাইক, মাহেন্দা, ইঞ্জিনচালিত রিকশা বন্ধ করা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিসচার উপদেষ্টাম লীর সদস্য খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম। তিনি বলেন, রিকশা-ইজিবাইক চালকদের ট্রাফিক প্রশিক্ষণের ব্যবস্থা কেসিসি ও কেএমপির সমন্বয়ে নিসচা এবং গ্রাস রুটস অর্গানাইজেশন ফর টেকনোলজিক্যাল ইনিশিয়েটিভ বাস্তবায়ন করতে ইচ্ছুক। এ সময় নিসচার খুলনা মহানগর শাখার সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর