সোমবার, ৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সিলেটে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ‘স্মৃতি ৭১’-এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে সিলেটে নির্মিত ‘স্মৃতি ৭১’ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। সিলেট জেলা পুলিশের উদ্যোগে নগরের রিকাবিবাজারে জেলা পুলিশ লাইনসে এ স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয়। গতকাল দুপুরে এটি উদ্বোধন করা হয়। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, মহান স্বাধীনতাযুদ্ধে বীর শহীদদের গণকবর সংরক্ষণ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ স্মৃতিস্তম্ভটি স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ, জেলা প্রেস ক্লাব সভাপতি আল আজাদ প্রমুখ। প্রসঙ্গত, মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিকামী পুলিশ, মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে হত্যা করে পাক হানাদার বাহিনী। পরে স্মৃতিস্তম্ভের স্থানটিতে তাঁদের গণকবরে শায়িত করা হয়। তাঁদের স্মৃতি রক্ষার্থে জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের চেষ্টায় ওই স্থানটিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর