সোমবার, ৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে কৃষির ওপর প্রভাব পড়বে : কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে কৃষির ওপর প্রভাব পড়বে : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে কৃষিতে অবশ্যই এর প্রভাব পড়বে। চাষিরা কষ্ট করে হলেও চাষ করবেন। তারা লাভ কম করে হলেও চাষ করবেন। এদেশের কৃষকরা এত ত্যাগী- তারা বউয়ের গলার হার, কানের দুল বিক্রি করেও চাষাবাদ করেন। সারা দেশের মানুষেরই কষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধ বন্ধ হলে তেলের দাম কমিয়ে আনবেন। গতকাল দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম এবং রাঙামাটি অঞ্চলের বিদ্যমান শস্য বিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।

উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. বেনজির আলম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরিচালক (সরেজমিন উইং) হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদসহ অন্যান্যরা।

এদিকে গতকাল সকালে কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় সেচ কমপ্লেক্স, বিএডিসি, কুমিল্লায় ‘ফলদ বাগান, সৌরশক্তি চালিত ডাগওয়েল ও ড্রিপ সেচ পদ্ধতির প্রদর্শনী প্লট’ এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এমপি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর