সোমবার, ৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ক্যাম্পাসে সৌন্দর্য ছড়াচ্ছে বনজুঁই

রাকিব হোসেন, ইবি

ক্যাম্পাসে সৌন্দর্য ছড়াচ্ছে বনজুঁই

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে সৌন্দর্য ছড়াচ্ছে বনজুঁই। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নিজের সৌন্দর্য মেলে ধরেছে ফুলটি। এ ফুলের সৌন্দর্যে মুগ্ধ শিক্ষার্থীরা। ফুলের মিষ্টি গন্ধে মাতোয়ারা পুরো ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকা, মফিজ লেক, একাডেমিক ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এটির দেখা মেলে।

গুল্মজাতীয় পেরিনিয়াল উদ্ভিদ বনজুঁই। এ ফুল ভাটফুল, ভাটিফুল, ঘেঁটুকুল বা ঘণ্টাকর্ণ নামেই বেশি পরিচিত। বনজুঁইয়ের বৈজ্ঞানিক নাম ক্লেরোডেন-ড্রাম-ইনারমি। ইনফরচুনাটাম প্রজাতির ফুল এটি। প্রায় ৪০০ প্রজাতির বনজুঁই আছে যাদের আদিনিবাস বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান ও শ্রীলঙ্কায়। এটি মূলত বুনো ফুল। ঝোপঝাড়, বনজঙ্গল ও রাস্তার পাশে নিজের সৌন্দর্য মেলে ধরে এ ফুল।

বনজুঁইয়ের ঔষধি গুণও আছে। ম্যালেরিয়া, চর্মরোগ ও পোকামাকড়ের কামড়ে খুবই উপকারী। এ উদ্ভিদের কচি পাতার রস টনিক হিসেবে কাজ করে। পাতায় প্রাপ্ত কেমিক্যাল কৃমিনাশক, জ্বর উপশমকারী ও এক্সপেকটোরেন্ট হিসেবেও কাজ করে। মূল থেকে প্রাপ্ত কেমিক্যাল অ্যাজমা, টিউমার ও চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়।

 এ ছাড়া ইমপোটেনসি বা যৌন দুর্বলতায় মূলের উষ্ণ রস প্রতিষেধক হিসেবে কাজ করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর