সোমবার, ৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

পাঁচ সপ্তাহ পর মৃত্যুহীন দিন

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। পাঁচ সপ্তাহের বেশি সময় (৩৮ দিন) পর ফের মৃত্যুহীন দিন দেখলো দেশ। সবশেষ গত ২৯ জুন কারও মৃত্যু না হওয়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। গত একদিনে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ২১৬ জনের দেহে। সুস্থ হয়ে উঠেছেন ৭২০ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ৫.১০ শতাংশ, যা আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৪৬ শতাংশ কম।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। গতকাল পর্যন্ত দেশে মোট ১ কোটি ৪৬ লাখ ৪৩ হাজার ৯৪৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে ২০ লাখ ৭ হাজার ৩৩৫ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। অনেকেই আবার একাধিকবার সংক্রমিত হয়েছেন। শনাক্ত রোগীদের মধ্যে গতকাল পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৪৮ হাজার ২৭ জন। মারা গেছেন ২৯ হাজার ৩০২ জন। মৃতদের মধ্যে ৬৩.৮৩ ভাগই পুরুষ। ১১ বছরের কম বয়সী শিশু মারা গেছে ৯০ জন। মোট মৃতের ৭৯ ভাগই ছিলেন পঞ্চাশোর্ধ্ব মানুষ। সর্বোচ্চ ১২ হাজার ৮৯৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সর্বনিম্ন ৮৯৪ জনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর