সোমবার, ৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা
হাই কোর্টে প্রতিবেদন

ট্রেনের ছাদে যাত্রী ওঠা ও টিকিট কালোবাজারি রোধে মনিটরিং সেল

নিজস্ব প্রতিবেদক

ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধের পাশাপাশি টিকিট কালোবাজারি রোধে মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে হাই কোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে এ তথ্য জানিয়ে রাষ্ট্রপক্ষ প্রতিবেদন দাখিল করে। রেলওয়ে কর্তৃপক্ষের প্রতিবেদনে বলা হয়, ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। এ বিষয়ে সার্বক্ষণিক তদারকি অব্যাহত রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রেনের টিকিট কালোবাজারি সম্পূর্ণভাবে বন্ধ করতে সংশ্লিষ্ট দফতরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে রেলের মহাব্যবস্থাপক (পূর্ব ও পশ্চিম) থেকে মনিটরিং সেল গঠন করা হয়েছে। টিকিট কালোবাজারি রোধকল্পে মনিটরিং অব্যাহত আছে। ট্রেনের ছাদে যাত্রী পরিবহন করা যাবে না উল্লেখ করে গত ২১ জুলাই হাই কোর্ট বলেছিলেন, এতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে রেলওয়ের অব্যবস্থাপনা, টিকিট কালোবাজারি ও ছাদে যাত্রী পরিবহন বন্ধের বিষয়ে পদক্ষেপ ৩১ জুলাই জানাতে বলা হয়েছিল। এর ধারাবাহিকতায় আদালতের নির্দেশনা বাস্তবায়ন, যাত্রীসেবার মান বৃদ্ধিসহ বিভিন্ন তথ্য সংবলিত প্রতিবেদন গতকাল আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ। আদালতে রেলওয়ের প্রতিবেদনের অংশবিশেষ পড়ে শোনান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।

দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। পরে আদেশের জন্য আগামী বুধবার দিন ঠিক করেছেন হাই কোর্ট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর