সোমবার, ৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা
বিভিন্ন দলের প্রতিক্রিয়া

হরতাল ডাকবে গণসংহতি

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে হারিকেন মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। সমাবেশে দলটির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ইউক্রেন যুদ্ধের ফলাফল নয়, সরকারের লুটপাটের নীতি ও অব্যবস্থাপনার ফলাফল। কুইক রেন্টালের নামে ক্যাপসিটি চার্জে ৭০ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। সরকার দেশকে শ্রীলঙ্কার মতো দেউলিয়াত্বের দিকে নিয়ে যাবে। অবিলম্বে জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার না করলে গণতান্ত্রিক দলগুলোকে সঙ্গে নিয়ে হরতালসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’ গতকাল রাজধানীতে গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) এ কর্মসূচির আয়োজন করে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর