সোমবার, ৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

শেখ কামাল স্মরণে একক বক্তৃতানুষ্ঠান

সাংস্কৃতিক প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি। গতকাল একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন একাডেমির সচিব এ এইচ এম. লোকমান। এতে একক বক্তৃতা প্রদান করেন নাট্যজন সাধনা আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির পরিচালক নূরুন্নাহার খানম। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। সাধনা আহমেদ বলেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন একজন শিল্পী-মানুষ। তাঁর জীবন ও কর্ম জুড়ে শিল্পের সুকুমার ছায়া বিস্তৃত ছিল।

তিনি মহান মুক্তিযুদ্ধের অনন্য যোদ্ধা যেমন ছিলেন তেমনি স্বাধীন বাংলাদেশের আধুনিক ক্রীড়া আন্দোলন ও সাংস্কৃতিক সংগ্রামেও ওতপ্রোত জড়িত ছিলেন।

তিনি বলেন, জাতির পিতা ও রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর সন্তান হওয়া সত্ত্বেও শেখ কামাল অতি সাধারণ জীবনযাপনের মধ্য দিয়ে একজন আদর্শ মানুষের দৃষ্টান্ত রেখে গেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর