মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

মানুষ চতুর্মাত্রিক চাপে দিশাহারা : জমিয়ত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, দেশের মানুষ আজ চতুর্মাত্রিক চাপে দিশাহারা। তিনি বলেন, একদিকে সারের মূল্যবৃদ্ধির ফলে কৃষক-জনতা বিপর্যস্ত। আরেকদিকে অব্যাহত লোডশেডিংয়ে জনজীবনের বেহাল দশা। সেই সঙ্গে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এরই মধ্যে সরকার হুট করে জ্বালানি তেলের দাম এক লাফে নজিরবিহীন পরিমাণ বাড়িয়ে সাধারণ মানুষের দুর্ভোগ ও দুর্দশা বহু গুণে বাড়িয়ে দিয়েছে। এভাবে জনদুর্ভোগ বাড়িয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। গতকাল রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে জমিয়ত, ঢাকা মহানগরী আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কুদ্দুস কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা জয়নুল আবেদীন, মুফতি বশীরুল হাসান খাদিমানী, মুফতি মাহবুবুল আলম, মাওলানা নূর মোহাম্মাদ কাসেমী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর