বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

শেখ হাসিনাকে মিষ্টি ও রাখি উপহার বনগাঁ পৌরসভার

কলকাতা প্রতিনিধি

রাখিবন্ধনকে সামনে রেখে মৈত্রীর বার্তা ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহারস্বরূপ পাঠানো হলো কচুরিপানা দিয়ে তৈরি রাখি। সেই সঙ্গে পাঠানো হলো সুস্বাদু মিষ্টিও।  সামনেই রাখিবন্ধন উৎসব, ভ্রাতৃত্বের উৎসব। আর এই রাখিবন্ধন উৎসবকে সামনে রেখে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার উদ্যোগে মিষ্টি এবং কচুরিপানা দিয়ে তৈরি রাখি পাঠানো হলো বাংলাদেশে। ভারত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল-বেনাপোল সীমান্তে গতকাল যশোরের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের হাতে রাখি এবং মিষ্টি তুলে দেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। আগামী দিনে ভারত থেকে বাংলাদেশে এই রাখি রপ্তানি হতে পারে বলে বার্তা দেন শেখ আফিল উদ্দিন। তিনি বলেন, চমৎকার একটা উপহার আমাদের দেওয়া হলো। আমি শেখ হাসিনার তরফ থেকে এই পুরস্কার গ্রহণ করলাম। অন্যদিকে রাখিবন্ধন উৎসব সামনে রেখে মৈত্রীর বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানান বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ।

 তিনি জানান, বাংলাদেশের সঙ্গে আমাদের যে মৈত্রী, ভালোবাসা সেটা আজ সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়া হলো। এ দিন সীমান্তে বিএসএফের জওয়ানদের হাতেও রাখি পরিয়ে দেন গোপাল শেঠ।

সর্বশেষ খবর