বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ০০:০০ টা
ভার্চুয়াল গোলটেবিলে ২১ সংগঠন

তামাক নিয়ন্ত্রণ আইন জোরদারে প্রশংসা

নিজস্ব প্রতিবেদক

বুধবার অনুষ্ঠিত ভার্চুয়াল গোলটেবিল বৈঠকে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার উদ্যোগের প্রশংসা করা হয়েছে। আলোচকরা এ উদ্যোগ নেওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন। ইতোমধ্যে খসড়া সংশোধনী প্রস্তুত করা হয়েছে। ওয়েবসাইটে তা প্রকাশ এবং অংশীজনের মতামত গ্রহণের কাজও শেষ হয়েছে। তবে জনস্বাস্থ্য সুরক্ষার এ গুরুত্বপূর্ণ উদ্যোগ ভ ুল করতে তামাক কোম্পানিগুলো নানাবিধ চাতুরির মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার শুরু করেছে। ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে)-এর সহযোগিতায় প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) ২১টি তামাকবিরোধী সংগঠনের নেতারা গোলটেবিল বৈঠকে অংশ নেন। বক্তারা খসড়ায় অন্তর্ভুক্ত প্রতিটি সংশোধনী প্রস্তাবকে অত্যন্ত সময়োপযোগী বলে অভিহিত করেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে তামাক কোম্পানির অপতৎপরতায় বিভ্রান্ত না হয়ে খসড়াটি দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানান। গোলটেবিল বৈঠকে জানানো হয় স্বাস্থ্য মন্ত্রণালয় প্রণীত খসড়া সংশোধনীর বিভিন্ন ধারা ভুলভাবে উপস্থাপন করে জনগণ এবং  নীতিনির্ধারকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে কোম্পানিগুলো। যেমন, ই-সিগারেট কম ক্ষতিকর এবং এটি নিষিদ্ধ হলে প্রচলিত সিগারেটের ব্যবহার বেড়ে যাবে ইত্যাদি। কিন্তু এসব তথ্য মোটেও সঠিক নয়।

সর্বশেষ খবর