বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

নারীর সমঅধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে : সন্তু লারমা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, পুরুষতান্ত্রিক সমাজে নারীর জীবনচক্র আঁতুড়ঘর, শয়নঘর ও রান্নাঘরে নির্ধারণ করে দেওয়া হয়েছে। অথচ, সভ্যতা বিকাশের গোড়াপত্তন ও এগিয়ে নিয়ে যাওয়ায় অবদান রেখেছে নারী। নারীর সমঅধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করার লড়াই চালিয়ে যেতে হবে। সেই লড়াইয়ে যুক্ত হতে হবে পুরুষকে। গতকাল রাজধানীতে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, আদিবাসী নারী পরিষদের সভাপতি বাসন্তী মুর্ম প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের আহ্বায়ক মিনু মারিয়া ম্রং।

সর্বশেষ খবর