শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে গবেষণা জাহাজ কেনার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে সিসমিক জরিপ ক্ষমতাসম্পন্ন ১০০ মিটার দৈর্ঘ্যরে একটি গবেষণা জাহাজ ক্রয়ে অতিদ্রুত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে ৩২ মিটার দৈর্ঘ্যরে ছোট গবেষণা জাহাজ ও দুটি স্পিড বোট ক্রয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১৩তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, কমিটির সদস্য ইকবালুর রহিম, মো. হাবিবে মিল্লাত, মো. শফিকুল আজম খান, মো. মোজাফ্ফর হোসেন, মো. আক্তারুজ্জামান, শিরীন আহমেদ, হাবিবা রহমান খান বৈঠকে অংশগ্রহণ করেন।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভাইরাসের সব ধরনের ভ্যারিয়েন্ট (আলফা, বিটা, গামা, ওমিক্রন ইত্যাদি) শনাক্ত করতে সক্ষম ও বিশ্বে প্রথম এম জিনকে টার্গেট করে কভিড শনাক্তকরণ কিট আবিষ্কার করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। যার মাধ্যমে কভিড টেস্টের খরচ ৭৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা যেতে পারে। এ ছাড়া ‘বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) বিল-২০২২’ সংসদীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জনসহ জাতীয় সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, বিভিন্ন সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর