শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

রাজশাহীতে সিনেমা হল এখন শুধুই স্মৃতি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আশির দশক থেকে শুরু করে বিংশ শতাব্দী পর্যন্ত ভালোই চলছিল রাজশাহীর সিনেমা হল। তবে ইন্টারনেটের যুগে এসে ঝিমিয়ে পড়ে হল ব্যবসা। ফলে একে একে বন্ধ হতে থাকে সব সিনেমা হল। রাজশাহী জেলায় কাগজে-কলমে হল ছিল ৫৫টি। এখন রাজশাহী শহরে কোনো সিনেমা হল নেই। তবে বিভিন্ন উপজেলায় চারটি সিনেমা হল আছে। এ ছাড়া নগরীর উপকণ্ঠ কাটাখালীতে পরিত্যক্ত অবস্থায় আছে রাজতিলক নামের একটি হল। ফলে রাজশাহীতে আগের মতো মাইকিং হয় না। শোনা যায় না ‘আসিতেছে...’ ‘চলিতেছে...’ ইত্যাদি।দেশের একটা বিভাগীয় শহরে সিনেমা হল না থাকা অত্যন্ত দুঃখের বিষয় বলছেন সিনেমাপ্রেমীরা। প্রেক্ষাগৃহ না থাকলেও এ শহরে সিনেমা তৈরির চর্চা আছে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘শাটিকাপ’ নির্মিত হয়েছে রাজশাহীতেই। প্রথম কমিউনিটি চলচ্চিত্র ‘প্রত্যাবর্তন’ নির্মিত হয়েছে রাজশাহীতে। সবার দুঃখ একটাই- নেই সিনেমা হল। অথচ শহরেই ছয়টি সিনেমা হল ছিল। একে একে ভেঙে ফেলা হয়েছে সব কটিই। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া কয়েকটি সিনেমা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। এগুলোর মধ্যে একটি ‘হাওয়া’। রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি সাজ্জাদ বকুল বলেন, ‘রাজশাহী বিভাগীয় শহর হলেও আমরা সামাজিক বিনোদন থেকে বঞ্চিত হচ্ছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর