শিরোনাম
শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

মহাকালের ‘শ্রাবণ ট্র্যাজেডি’

সাংস্কৃতিক প্রতিবেদক

মহাকালের ‘শ্রাবণ ট্র্যাজেডি’

’৭৫-এর মর্মান্তিক আগস্ট ট্র্যাজেডির ভয়াবহতা নিয়ে মহাকাল নাট্য সম্প্রদায় মঞ্চায়ন করেছে নাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটকটি। আনন জামান রচিত এ নাটকটির নির্দেশনায় ছিলেন আশিকুর রহমান লিয়ন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মীর জাহিদ, পলি বিশ্বাস, শাহনেওয়াজ, ইকবাল, সামিউল জীবন, নূর আক্তার মায়া প্রমুখ। এর আগে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় ‘প্রাণ হরণ করা যায়, চেতনা নয়’ শিরোনামের আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মহাকাল নাট্য সম্প্রদায়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট আফজাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আবদুল কাহার আকন্দ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আতাউর রহমান প্রধান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর