শনিবার, ১৩ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ছয়টি অর্থনৈতিক প্যাকেজের প্রস্তাব জাসদের

নিজস্ব প্রতিবেদক

সংকট মোকাবিলায় ছয়টি অর্থনৈতিক প্যাকেজের প্রস্তাব করেছে জাসদ। গতকাল দলের কার্যালয়ে জাসদ স্থায়ী কমিটির এক বৈঠকে এসব প্রস্তাব গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি হাসানুল হক ইনু। উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, আফরোজা হক রীনা, আবদুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন ও ওবায়দুর রহমান চুন্নু। জাসদের ছয়টি প্রস্তাব হচ্ছে- ১. সরকারকে অস্থিরতা ও দিশাহারা ভাব ঝেড়ে ফেলে বর্তমান সংকটের প্রকৃত হিসাব-নিকাশ, সমীক্ষা, চিত্র এবং এগুলো সমাধানের বাস্তব ও যৌক্তিক পথ জনগণের সামনে সুস্পষ্ট, স্বচ্ছ ও সুনির্দিষ্টভাবে তুলে ধরা। ২. আগামী ছয় মাসের জন্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ৩. রাজস্ব বাড়ানোর জন্য সম্পদের ওপর সরাসরি কর বৃদ্ধি, কর-ভ্যাট আদায়ে অটোমেশন চালু,  কর ফাঁকিদাতাদের চিহ্নিত করে করের আওতায় আনা। ৪. বিদ্যুৎ ও জ্বালানি নীতির পুনর্মূল্যায়ন করে পুনর্নির্ধারণ করতে হবে। তার ভিত্তিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে পুনর্গঠন করতে হবে। ৫. ‘বিলাসী দ্রব্য’ এবং ‘অপ্রয়োজনীয় আমদানির সংজ্ঞা’ সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে ডলারসহ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের ঘোষণা কঠোরভাবে বাস্তবায়ন। ৬. নিরুপায় ও অসহায়, আয়হীন, কর্মহীন মানুষের জন্য সামাজিক সুরক্ষা খাত ব্যবস্থাপনা স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও প্রসারিত করতে হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর