সোমবার, ১৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা
দুই মেয়রের মন্ত্রীর পদমর্যাদা

সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হচ্ছে। পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী পাচ্ছেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা। মেয়রদের মর্যাদা নির্ধারণ করে গত ৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দিয়ে সংশ্লিষ্ট মেয়রদের নামের পাশে মন্ত্রী ও প্রতিমন্ত্রী মর্যাদা দিয়ে মন্ত্রিপরিষদ সচিবকে গেজেট প্রকাশ করতে বলা হয়েছে। এক সপ্তাহ পার হলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের আইন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব শফিউল আজিম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা এ সংক্রান্ত প্রস্তাবের সার-সংক্ষেপ তৈরি করে সম্মতির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছি। এখনো তা ফেরত আসেনি। জাতীয় শোক দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান নিয়ে সবাই ব্যস্ত। সার-সংক্ষেপে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেলে তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।’ গত ৭ আগস্ট সরকারপ্রধানের দফতর থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (নির্বাহী সেল) আল মামুন মুর্শেদ।

ওই চিঠিতে বলা হয়, চার মেয়রকে এ পদমর্যাদা দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন। বাকি আনুষ্ঠানিকতা সেরে গেজেট প্রকাশের জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ করা হয়। চিঠিতে বলা হয়েছে, মেয়রদের মর্যাদা নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রী ‘অনুমোদন’ প্রদান করেছেন। চিঠি ইস্যু করার পরই প্রযুক্তি যোগাযোগের বিভিন্ন মাধ্যমে অনেকের কাছে সেটা পৌঁছে যায়। অনেকে সংশ্লিষ্ট মেয়রদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাতে থাকেন। এমনকি ওইসব ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর