সোমবার, ১৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা

টেলিটকের সাবেক ব্যবস্থাপক জোবায়েরের ১২ বছর কারাদন্ড

আদালত প্রতিবেদক

দুর্নীতির মামলায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপক (চাকরিচ্যুত) শাহ মো. জোবায়েরকে ১২ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১১ কোটি ৫০ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে। গতকাল ঢাকার ৮ নম্বর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. বদরুল আলম ভূঞা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি শাহ মো. জোবায়ের অনুপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

জানা গেছে, শাহ মো. জোবায়ের টেলিটকে কর্মরত থাকাবস্থায় ২০০৫ সালের অক্টোবর থেকে ২০১৫ সালের জুন মাস পর্যন্ত বেতনভাতা বাবদ ৫৯ লাখ ৫৬ হাজার টাকা উপার্জন করেন। অন্যদিকে রাজধানীর উত্তরার এইচএসবি শাখায় সঞ্চয়ী হিসাবে বেতনবহির্ভূত অর্জিত ৯ লাখ ২৫ হাজার টাকা জমা করে এফডিআর করেন। এ ছাড়া প্রাইম ব্যাংক গুলশান শাখায় সঞ্চয়ী হিসাবে অর্জিত ৩৬ লাখ ৮৫ হাজার টাকা জমা করেন। যার মধ্যে ৩১ লাখ ২০ হাজার টাকার এফডিআর ও ৪ লাখ ২৭ হাজার ২৬৫ টাকা অন্যত্র স্থানান্তর করেন। এভাবে জোবায়ের বেতন-ভাতাদি বাদে দুর্নীতির মাধ্যমে অর্জিত সর্বমোট ৫ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ৬৮৭ টাকা অর্জন এবং অন্যত্র স্থানান্তর করেন।

এ ঘটনায় দুদক ২০১৭ সালের ৩ অক্টোবর রাজধানীর গুলশান থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ১৮ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক মুজিবুর রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর