শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

রংপুরে পুরনো সাইকেলের হাট

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বেড়েছে বিক্রি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে পুরনো সাইকেলের হাট

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর রংপুরে পুরনো সাইকেলের বিক্রি বেড়েছে। অনেকে স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য মোটরসাইকেলের পরিবর্তে বাইসাইকেল পছন্দ করছেন। বুধবার বিকালে রংপুর অঞ্চলের সর্ববৃহৎ লালবাগ হাটের পুরনো সাইকেল বিক্রির বাজারে গিয়ে দেখা যায় ক্রেতা-বিক্রেতার পদচারণে মুখর। চলছে জমজমাট বেচাকেনা। লালবাগ হাটের উত্তর-পশ্চিমে রাস্তার পাশে পুরনো সাইকেলের বাজার। এখানে স্থায়ী পুরনো সাইকেল ব্যবসায়ী রয়েছেন ২০ থেকে ২৫ জন। এরা রংপুরের বদরগঞ্জ, শ্যামপুর, খানসামা, বুড়িহাট, বড়াইবাড়ির হাটসহ বিভিন্ন হাট থেকে পুরনো সাইকেল কিনে লালবাগ হাটে এনে বিক্রি করেন। লালবাগ হাট সপ্তাহে দুই দিন রবি ও বুধবার। এ দুই দিনে সাইকেল বিক্রেতারা পুরনো সাইকেল লাইন দিয়ে সাজিয়ে রাখেন। ক্রেতারা পছন্দমতো দরদাম করে কিনে নেন। একেকটি সাইকেল ২ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। স্থায়ী ব্যবসায়ী ছাড়াও অনেকে এখানে সাইকেল বিক্রি করতে আসেন। বুড়িহাট থেকে আসা সাইকেল বিক্রেতা আজাদ মিয়া জানান, তিনি লালবাগ হাটে ১০-১২ বছর ধরে পুুরনো সাইকেলের ব্যবসা করে আসছেন। আগে প্রতি হাটে ২-৩টি সাইকেল বিক্রি করতেন। জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় এখন প্রতিদিন ৫-৬টি বিক্রি হচ্ছে। টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় জনি মিয়া নামে এক ব্যক্তি এসেছেন সাইকেল বিক্রি করতে। তিনি জানান, তার সাইকেলটি সাড়ে ৪ হাজার টাকায় বিক্রি করবেন। কিন্তু আড়াই হাজার টাকার ওপর কেউ দাম বলছে না। তাই কী করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী গৌরাঙ্গ এসেছেন সাইকেল দেখতে। তিনি বলেন, ‘বাড়ি থেকে প্রতিদিন অফিসে আসতে-যেতে যে টাকার তেল খরচ হয় তাতে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই লালবাগ হাটে এসেছি পুরনো সাইকেল দেখতে। পছন্দ ও দরদামে বনলে একটি সাইকেল কিনব।’ ইজারাদারের কর্মচারী সিয়াম হোসেন জানান, আগে প্রতি হাটে ১০ থেকে ১৫টি সাইকেল বিক্রি হতো। এখন ২৫ থেকে ৩০টি বিক্রি হচ্ছে।

তিনি বিক্রি বৃদ্ধির কারণ হিসেবে মনে করেন জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় অনেকে কাছাকাছি দূরত্বে যাতায়াতের জন্য মোটরসাইকেলের পরিবর্তে বাইসাইকেলের ব্যবহার শুরু করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর