শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বরিশাল হোটেলের মালিক কারাগারে

চকবাজারে অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার চকবাজারে আগুনের ঘটনায় গ্রেফতার বরিশাল হোটেলের মালিক ফখরউদ্দিনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৬ আগস্ট ফখরউদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। রিমান্ড শেষে গতকাল তাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই রাজীব কুমার সরকার। সূত্র জানায়, আসামিপক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ১৬ আগস্ট ভোরে ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে গত ১৫ আগস্ট দুপুরে চকবাজারে বরিশাল হোটেল ও প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ওই ভবন থেকে ছয়জনের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় নিহত রুবেলের ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর