শিরোনাম
শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

দেশে ফিরেছেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক

দেশে ফিরেছেন স্পিকার

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে দীর্ঘ তিন সপ্তাহের সফর শেষে গতকাল দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সফরকালে তিনি দুই দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও উন্নয়ন সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

লন্ডনে অবস্থানকালে তিনি কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন-সিপিএর বর্তমান মহাসচিব ও সাবেক মহাসচিবের সঙ্গে বৈঠক করেন। যুক্তরাজ্যের এমপি ও লর্ডদের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া রয়েল জিওগ্রাফিক সোসাইটি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে বৈঠক করেন। নিউইয়র্কে অবস্থানকালে তিনি ইউএন ওমেন, ইউনিসেফ, ইউএনডিপি, ইউএনওপিএস কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে অংশ নেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন স্পিকার।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর