শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

জাতিসংঘের তত্ত্বাবধানেই গুম-হত্যার তদন্ত চায় বিএনপি : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের তত্ত্বাবধানেই গুম-হত্যার তদন্ত চায় বিএনপি : ফখরুল

জাতিসংঘের তত্ত্বাবধানেই বাংলাদেশের গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চায় বিএনপি। বুধবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দেশের সার্বিক পরিস্থিতির বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের কোনো পরিবেশ নেই। বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত কোনো সংলাপ হতে পারে না। এ সরকার পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে যতক্ষণ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর না করবে, সংসদ বিলুপ্ত না হবে, ততক্ষণ পর্যন্ত সংলাপের প্রশ্নই ওঠে না। ফখরুল বলেন, ছয় শ’র অধিক মানুষকে গুম করা হয়েছে। এগুলোর কোনো সদুত্তর আমরা পাইনি, গুম হওয়া পরিবারের সদস্যরাও পাননি। একটা লোককে রাষ্ট্র গুম করে রাখবে। কেউ কিছু জানবে না, তার সব অধিকারকে ক্ষুণœ করা হবে, তার পরিবারকে মানবাধিকার থেকে বঞ্চিত করা হবে। এটা কখনোই মেনে নেওয়া যায় না।

এ ধরনের অপরাধ অবশ্যই খুঁজে বের করা দরকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর