শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সালিশে কাউন্সিলরের পক্ষপাতিত্বে যুবকের আত্মহত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ওয়ার্ড কাউন্সিলরের সালিশে মনঃক্ষুণ্ণ হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ইয়ামিন (২৩) নামে এক যুবক। পরিবারের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়েছে। ইয়ামিন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বসুয়া এলাকার বাবুর ছেলে। তবে ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার জানান, তিনি ওই যুবকের কোনো সালিশ করেননি। এমনকি তার পক্ষে-বিপেক্ষ কোনো সালিশের আবেদনও তাঁর কাছে আসেনি। পরিবার কেন তাঁর নামে এমন অভিযোগ করছে তিনি জানেন না। ইয়ামিনের বাবা বাবু জানান, ইয়ামিন সম্প্রতি পরিবারের কাউকে না জানিয়ে বিয়ে করেছেন। এ নিয়ে ইয়ামিনের সঙ্গে মারামারি ঘটে। গতকাল ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের অফিসে বিষয়টি নিয়ে মীমাংসার জন্য উভয় পক্ষকে নিয়ে সালিশে বসা হয়।

পরিবারের দাবি, সেই সালিশে পক্ষপাতিত্ব করেন কাউন্সিলর। আর এতেই মনঃক্ষুণ্ণ হয়ে ইয়ামিন আত্মহত্যা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, লাশের সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইয়ামিন আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর