শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

জাতীয় শোক দিবস উপলক্ষে ক্র্যাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) উদ্যোগে সদস্য সন্তানদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন দৈনিক সংবাদের কার্টুনিস্ট আবদুল কুদ্দুস। এ সময় ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকুসহ কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতায় ক্র্যাবের ২০ সদস্যের সন্তানরা অংশগ্রহণ করে। সন্তানদের মধ্যে অনেকে বঙ্গবন্ধুর ছবি, ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির রক্তাক্ত দৃশ্য তুলে ধরে। পাশাপাশি দেশের জীববৈচিত্র্যের ছবিগুলো সবাইকে মুগ্ধ করে। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, শোকের মাসে জাতির জনককে স্মরণ করতে এই উদ্যোগ নেওয়া হয়। নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক, সামাজিক জীবনসহ নানা দিক তুলে ধরাই এই আয়োজনের লক্ষ্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর