শনিবার, ২০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

মুগ্ধতা ছড়াচ্ছে ইবির লেক

রাকিব হোসেন, ইবি

মুগ্ধতা ছড়াচ্ছে ইবির লেক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-শিক্ষার্থীদের অবসর সময় কাটানোর অন্যতম স্থান বিশ্ববিদ্যালয় লেক। শিক্ষার্থীদের কাছে মফিজ লেক নামে পরিচিত লেকটির সৌন্দার্যে মুগ্ধ হয়ে ইবির হাতিরঝিলও বলে থাকেন অনেকে। ফলে বিকাল হলেই লেকে ভিড় জমান শিক্ষার্থী ও দর্শনার্থীরা। চলে আড্ডা, গান। কেউবা আবার প্রেমিক-প্রেমিকা কিংবা প্রিয়জন নিয়ে খুনসুটিতে মেতে থাকেন। ঝুলন্ত সেতু, বাঁশের সাঁকো, ওয়াচ টাওয়ার, সারি সারি গাছের পাশে ছাউনিবেষ্টিত বসার স্থান ও পাশের বোটানিকাল গার্ডেন কাছে টেনে নেয় শিক্ষার্থীদের। দুই ধারের বাহারি রঙের ফুল গাছ, লেকে ফুটে থাকা পদ্মফুল, পাখি ও মাছের জলকেলির দেখা মেলে এখানে। শীতকালে অতিথি পাখিদের আগমন ছাড়াও সারা বছর পাখির কিচিরমিচির মুগ্ধ করে সবাইকে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চয়মুন নাহার বলেন, ‘লেকের সৌন্দর্য আমদের মুগ্ধ করে। সময় পেলেই বন্ধু-বান্ধবসহ লেকে যাই। লেকে গেলে মন ভালো হয়ে যায়।’ সম্প্রতি লেকটি গভীরতা বাড়ানোর পাশাপাশি সৌন্দর্য বর্ধন করা হয়েছে। এ ছাড়া লেকের মাঝে দুটি  ঝরনা ও দুই পাড় বাঁধাইয়ের কাজ চলমান রয়েছে। কাজ শেষ হলে লেকটির সৌন্দর্য বহুগুণ বাড়বে বলে দাবি কর্তৃপক্ষের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর