শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ন্যাশনাল ব্যাংকের পরিচালক পুনর্নির্বাচিত রণ হক সিকদার

নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল ব্যাংকের পরিচালক পুনর্নির্বাচিত রণ হক সিকদার

ডিজিটাল প্ল্যাটফরমে গতকাল ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়

দেশের প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংকের পরিচালক পদে পুনর্নির্বাচিত হয়েছেন রণ হক সিকদার। গতকাল ডিজিটাল প্ল্যাটফরমে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভায় তিনি শেয়ার হোল্ডারদের মোট ভোটের ৮৭ দশমিক ৮৫ শতাংশ হ্যাঁ ভোটের আস্থায় নির্বাচিত হন। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বিধি বিধান অনুসরণ করে শেয়ার হোল্ডারদের অনলাইনে ভোট গ্রহণ শুরু হয়। শেয়ার হোল্ডাররা অভূতপূর্ব সাড়া দিয়ে সভায় ৬৪ শতাংশ ভোট প্রদান করেন। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী তিন পরিচালক মোয়াজ্জেম হোসেন, মাবরুর হোসেন ও রণ হক সিকদার পদত্যাগ করে পুনর্নির্বাচনে প্রার্থী হন। তবে তাদের মধ্যে কেবল রণ হক সিকদার শেয়ার হোল্ডারদের হ্যাঁ ভোটের আস্থায় নির্বাচিত হন। রণ হক সিকদার দেশের অন্যতম শিল্পগ্রুপ সিকদার গ্রুপের পরিচালক। তার বাবা বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার ১৯৫০ দশকের গোড়ার দিকে এই শিল্পগ্রুপ প্রতিষ্ঠা করেন। তিনি ২০২১ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। ন্যাশনাল ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অংশগ্রহণমূলক ও সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে ব্যাংকিং খাতে দৃষ্টান্ত স্থাপন করেছে। সভায় শেয়ার হোল্ডারদের না ভোটে মোয়াজ্জেম হোসেন ও মাবরুর হোসেন ব্যাংকের পরিচালক পদ হারান। বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের সমাপ্ত বছর ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়। ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মনোয়ারা সিকদার সভা শেষে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক বার্ষিক সাধারণ সভায় অংশ নেওয়ায় শেয়ার হোল্ডারদের ধন্যবাদ জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর