শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২ ০০:০০ টা

আলোচনায় আওয়ামী লীগের তিন নেতা

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

তফসিল ঘোষণার পরই জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কে হচ্ছেন এ আলোচনা শুরু হয়েছে। রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগের তিন নেতার নাম শোনা যাচ্ছে। তাঁরা হলেন- রাজশাহী মহানগরী আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি রায়হানুল হক রায়হান এবং অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন। তবে এর বাইরে আরও দু-এক জন দলের কাছে প্রার্থিতা চাইতে পারেন। এদিকে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যেতে চান না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

২০১৮ সালের শেষে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন হয়। সেবারও বিএনপি অংশ নেয়নি।

সম্ভাব্য তিন প্রার্থীর মধ্যে মীর ইকবাল বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সন্তান। দলের জাতীয় পরিষদের এই সদস্য ১৬ বছর রাজশাহী শহর ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্মসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে পালন করছেন সহসভাপতির দায়িত্ব। রায়হানুল হক ১৯৯৬ সালের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হয়েছিলেন। পরের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেও ‘বিদ্রোহী’ প্রার্থীর কারণে অ্যাডভোকেট কবীর হোসেনের কাছে হেরে যান। রায়হানুল হক বলেন, ‘আমার প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। এখন দল যা সিদ্ধান্ত দেবে তা-ই হবে।’ রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা বলেন, ‘কেবল তফসিল ঘোষণা করা হলো। জেলা ও মহানগরী আওয়ামী লীগের সমন্বিত সিদ্ধান্তে প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠানো হবে। আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন সমন্বয় করবেন। তার পরই প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর