রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

রাবি ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষার্থে অবৈধ ৫০ দোকান উচ্ছেদ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় ক্যাম্পাসের অভ্যন্তরে যত্রতত্র অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। গতকাল দুপুর থেকে চলা অভিযানে এসব দোকান উচ্ছেদ করা হয়। অভিযানকালে দেখা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, ইবলিশ চত্বর, সিরাজী ভবন, শহীদুল্লাহ ভবন, মমতাজ উদ্দিন কলাভবনের সামনে অবৈধভাবে স্থাপিত ৫০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন দোকানে বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক ও প্রক্টরিয়াল টিম, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, এস্টেট দফতরের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলাম প্রমুখ।  এস্টেট দফতরের সহকারী রেজিস্ট্রার জাহিদুল ইসলাম বলেন, ক্যাম্পাসের যত্রতত্র অবৈধ দোকান সরিয়ে নিতে তিন দিন সময় বেঁধে বিজ্ঞপ্তি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু দোকানদাররা নির্দেশনা না মানায় এসব দোকান উচ্ছেদ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা তারেক নূর বলেন, ক্যাম্পাসকে সাজানো-গোছানো রাখার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে যত্রতত্র অবস্থিত দোকান উচ্ছেদ করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর