রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে সংবাদ

ফেরত দেওয়া হলো চাঁদার টাকা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বিদায় সংবর্ধনার নামে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগে আদায় করা উৎকোচের টাকা ফেরত দেওয়া হয়েছে। গত ১১/০৮/২২ থেকে ১৬/০৮/২২ পর্যন্ত ব্যাংক হিসাবের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে এই টাকা আদায় করা হয়। প্রাথমিক তদন্তে উৎকোচ আদায়ের প্রমাণ পাওয়ায় আদায় করা ওই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পুনর্মিলনী অনুষ্ঠানের নামে আদায় করা টাকা এখনো ফেরত না দেওয়া ও চাঁদাবাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে। গত ২৫ আগস্ট বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘বিদায় সংবর্ধনার নামে লক্ষাধিক টাকা চাঁদাবাজি, ফেরত দেওয়ার নির্দেশ বিভাগীয় কমিশনারের’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ওই দিনই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সমন্বয় সভা শেষে যাদের কাছ থেকে উৎকোচের টাকা আদায় করা হয়েছিল তাদের খামে করে টাকা ফেরত দেওয়া হয়। টাকা ফেরত দেওয়ার পর তাদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়। অর্থ ফেরত পাওয়া একাধিক ব্যক্তি, প্রতিষ্ঠান এ তথ্য নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর