রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

গত মাসের চেয়ে বিদ্যুৎ-জ্বালানির অবস্থা ভালো : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গত মাসের চেয়ে বিদ্যুৎ-জ্বালানির অবস্থা ভালো : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা নাজুক। এ যুদ্ধ জ্বালানির বাজার চরম অস্থিতিশীল করেছে। তবে গত মাসের তুলনায় এ মাসে দেশে বিদ্যুতের অবস্থা ভালো, আরও ভালো অবস্থায় যাবে। জ্বালানির ক্ষেত্রেও অবস্থা ভালো হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও শোকাবহ ১৫ আগস্ট’ শীর্ষক আলোচনা সভায় গতকাল তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থনৈতিক মুক্তির অন্যতম খাত হিসেবে জ্বালানি ও বিদ্যুৎ বিবেচনা করেছিলেন। মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে তিনি শেল অয়েল কোম্পানির কাছ থেকে পাঁচটি গ্যাস ক্ষেত্র কিনে নেন। যেখান থেকে দেশের প্রায় ৪০ ভাগ গ্যাস পাওয়া যাচ্ছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংযুক্ত থেকে বক্তব্য দেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর