রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ০০:০০ টা

১৫০ আসনে ইভিএম উদ্দেশ্যপ্রণোদিত

জাপা মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

১৫০ আসনে ইভিএম উদ্দেশ্যপ্রণোদিত

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ১৫০ আসনে ইভিএমে ভোটের ঘোষণা দেওয়া হয়েছে। কারণ সরকার গঠন করতে লাগে ১৫১ আসন। রাজশাহী জেলা জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহীর একটি কনফারেন্স হলে গতকাল এ সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, যে মুহূর্তে দেশে ডলার সংকট, সেই মুহূর্তে কোটি কোটি ডলার ব্যয় করে ইভিএম কিনতে হবে- এতে জনগণের কী লাভ! ইভিএম সাধারণ মানুষ বোঝে না। অধিকাংশ রাজনৈতিক দল ইভিএমের বিপক্ষে।

রাজশাহী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক রাহাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর