সোমবার, ২৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ডিজিটাল আইনের মামলায় সাংবাদিক কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আঞ্চলিক দৈনিক ‘তারুণ্যের বার্তা’ সম্পাদক নাছির আহমেদ রনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সকালে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক এই নির্দেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাকন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২১ সালে বরিশালের উজিরপুর উপজেলার বারাকোঠা ইউনিয়নের আনিচুর রহমানের ছবিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয় নাছির আহমেদ রনি। স্ট্যাটাসে রনি আনিচুর রহমানকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেন।

 এ ঘটনায় গত ৬ জানুয়ারি আনিচুর রহমান ‘তারুণ্যের বার্তা’ পত্রিকার সম্পাদক নাছির আহমেদ রনিকে আসামি করে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। ট্রাইব্যুনাল অভিযোগ তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। তদন্ত শেষে গত ২৪ জুলাই রনিকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ট্রাইব্যুনাল ওই দিনই নাছির আহমেদ রনির নামে সমন জারির নির্দেশ দেন। গতকাল সকালে নাছির আহমেদ রনি হাজির হয়ে জামিন আবেদন করলে ট্রাইব্যুনাল তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর