সোমবার, ২৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক পরিচালক নাসিম আনোয়ারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তাপস কান্তি বালা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। এজাহার সূত্রে জানা যায়, দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই করে পাওয়া তথ্যের ভিত্তিতে তার প্রদর্শিত সম্পদের মধ্যে মোট ১ কোটি ১২ লাখ ৯৭ হাজার ২৮৫ টাকার সম্পদের তথ্য গোপন করেন। গোপন করা অর্থ তার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ বলে ধারণা করছে দুদক।

সম্পদের তথ্য গোপন করে এবং জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ওই সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে এই মামলাটি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর