মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ০০:০০ টা

জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল : র‌্যাব ডিজি

কক্সবাজার প্রতিনিধি

র‌্যাবের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন বলেছেন, জঙ্গি, জলদস্যু ও সন্ত্রাসী দমনে র‌্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সুন্দরবনকে দস্যুমুক্ত করা হয়েছে। জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্বের কাছে বাংলাদেশ রোল মডেল। দেশ এখন জঙ্গিমুক্ত। এ ছাড়াও সন্ত্রাসসহ নানা অপরাধ দমনে র‌্যাব সদস্যরা পৌঁছে যাচ্ছে। মাদক নির্মূলে র‌্যাব নিরলস ভূমিকা রাখছে। কক্সবাজারে গতকাল র‌্যাব-১৫ এর আয়োজনে ‘নবজাগরণ-অপরাধকে না বলুন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। র‌্যাব মহাপরিচালক বলেন, শুধু অভিযান নয়, নানা কর্মমুখী কর্মপরিকল্পনার মধ্য দিয়ে অপরাধীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হচ্ছে। জঙ্গিদের মধ্যে অনেককে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে। যার কারণে বাংলাদেশ আজ জঙ্গি দমনে রোল মডেল হিসেবে পরিচিত। একইভাবে সীমান্তবর্তী কক্সবাজারে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে অভিযানের পাশাপাশি বহুমুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মো. কামরুল হাসান, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি ইমতিয়াজ আহমেদ, লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, র‌্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম। কর্মশালায় সেলাই প্রশিক্ষণ, ট্যুরিস্ট গাইডসহ নানা কর্মপরিকল্পনার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা ৩৫ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর