মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২ ০০:০০ টা
শেয়ারবাজার

সূচকের উত্থান, কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

আগের দিনের ধারাবাহিকতায় সূচকের উত্থানে লেনদেন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও বেড়েছে মূল্যসূচক। তবে আগের দিন রবিবার ২ হাজার কোটি টাকা লেনদেন ছাড়ালেও গতকাল কিছুটা কমেছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ১২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৮৮টির। আর ৭১টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসই আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪০৭ পয়েন্টে উঠে এসেছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৪৪ কোটি ৮৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ২ হাজার ১০৫ কোটি ১৪ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৩৬০ কোটি ২৭ লাখ টাকা। ডিএসইতে টাকার পরিমাণে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৮৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৮০ পয়সা বেড়ে কোম্পানিটির শেয়ার দর হয়েছে ১২১ টাকা। দ্বিতীয় শীর্ষে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৬৭ কোটি ২৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ৬৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪২ কোটি ২ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৫টির এবং ৬১টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর