বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

পুঁজিবাজারে ধারাবাহিক উত্থান

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে ধারাবাহিক উত্থান

পুঁজিবাজারে ধারাবাহিক উত্থান অব্যাহত রয়েছে। পাশাপাশি লেনদেনেও নতুন মাইলফলক তৈরি হচ্ছে। গত ১১ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজারে একদিন দরপতন হয়েছে। এতে দেখা যায়, ১০ দিনে সূচক বেড়েছে ৩১৯ পয়েন্ট। আর এক দিনে কমেছে ৩৫ পয়েন্ট। সব মিলিয়ে গত ১১ দিনে সূচক বেড়েছে ২৮৪ পয়েন্ট। এদিকে, সপ্তাহের তৃতীয় দিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। এতে বেড়েছে সবকটি মূল্যসূচক। বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনের লেনদেন শেষে ডিএসইতে ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২৩টি ও ৭৩টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৪৩২ পয়েন্টে উঠে এসেছে। সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৬৯ কোটি ৩০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৭৪৪ কোটি ৮৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ২৪ কোটি ৩৩ লাখ টাকা। ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ৯২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১ টাকা ৭০ পয়সা কমে ১১৯ টাকা ৩০ পয়সায় লেনদেন শেষ হয়েছে প্রতিষ্ঠানটির। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৭৭ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫৭ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং। এদিকে, সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৬৯ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৮৪ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৩টির এবং ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর