শিরোনাম
বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

শিক্ষা মন্ত্রণালয়ের ভুল সিদ্ধান্তে কারিগরিতে শিক্ষার্থী কমছে : আইডিইবি

নিজস্ব প্রতিবেদক

সরকার কারিগরি শিক্ষা বিস্তারের কথা বললেও বাস্তবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী দিন দিন কমছে। গত তিন বছর ধরে সরকারি-বেসরকারি কারিগরি স্কুল-কলেজগুলোতে অনেক আসন খালি থাকছে। শিক্ষা মন্ত্রণালয়ের ভুল সিদ্ধান্তে করিগরিতে শিক্ষার্থী কমছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের সময়সীমা কমালে এ পরিস্থিতি আরও সংকটের মধ্যে পড়বে। আইডিইবির ২৪তম জাতীয় সম্মেলন ও ৪৩তম কাউন্সিল অধিবেশনের প্রস্তুতি নিয়ে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, আগামীকাল আইডিইবির তিন দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ সম্মেলনে সার্কভুক্ত দেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ডিপ্লোমা প্রকৌশলীরা অংশ নেবেন।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য দেন আইডিইবি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। কেন্দ্রীয় সভাপতি এ কে এম এ হামিদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বক্তারা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চার বছরের কোর্স তিন বছর করার প্রস্তাব দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। এটি বাস্তবায়ন হলে দেশ-বিদেশে কারিগরি শিক্ষার মান আরও কমে যাবে। শিক্ষার্থীরা এ শিক্ষা ধারায় আসতে আগ্রহ হারিয়ে ফেলবে।

অনুষ্ঠানে আইডিইবির সহসভাপতি এ কে এম আবদুল মোতালেব, প্রচার সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর