শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

তোফায়েলকে নিয়ে কাদের খানের বক্তব্য অসত্য ও উদ্দেশ্যমূলক’

ভোলা প্রতিনিধি

ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ বলেছেন, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে ঢাকা উত্তর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কাদের খান যেসব তথ্য দিয়েছেন তা অসত্য ও উদ্দেশ্যমূলক। দোস্ত মাহমুদ গতকাল ভোলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দেওয়ার জন্য কাদের খানের বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে দোস্ত মাহমুদ তার লিখিত বক্তব্যে বলেন, ভোলা জেলা বাকশালের সাধারণ সম্পাদক ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে তার পিতা শামসুদ্দিন মিয়া বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদের ঢাকার বাসায় ছিলেন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার খবর পেয়ে তোফায়েল আহমেদ ভেঙে পড়েন এবং ছটফট করতে থাকেন। মেজর ডালিমের গ্রুপের সেনারা তোফায়েলের বাসার সবাইকে নজরবন্দি রাখায় কেউ বাসা থেকে বের হতে পারছিলেন না। একপর্যায়ে তোফায়েল আহমেদকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর শামসুদ্দিন ছাড়া পেয়ে ভোলায়  চলে আসেন।  অথচ কাদের খান বলেছেন ওই রাতে শামসুদ্দিন মিয়া ঢাকার একটি হোটেলে ছিলেন এবং কাদের খানকে গামছা, লুঙ্গি পরে রিকশা চালকের বেশে তোফায়েলের বাসায় গিয়ে খবরাখবর আনতে বলেছেন। দোস্ত মাহমুদ বলেন, কাদের খান ১৯৭৪-৭৫ সালে ভোলা কলেজের ভিপি পদপ্রার্থী হয়েছিলেন; তিনি কখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েননি। ১৫ আগস্টের রাতে কাদের খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কয়েক হাজার ব্যাজ বিতরণ করার যে দাবি করেছেন তাও মিথ্যা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আশরাফ হোসেন লাবু, অ্যাডভোকেট জুলফিকার আহমেদ, শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও মজিবুর রহমান এবং আজিজুল ইসলাম, শামসুদ্দিন সামসু, অধ্যক্ষ সাফিয়া খাতুন প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর