শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

বিপসটে ফিমেল মিলিটারি অফিসার্স কোর্সের সমাপনী অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

বিপসটে ফিমেল মিলিটারি অফিসার্স কোর্সের সমাপনী অনুষ্ঠান

আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজির কমান্ড্যান্ট মেজর জেনারেল সুসানে গীতি রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে অনুষ্ঠিত ফিমেল মিলিটারি অফিসার্স কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সার্টিফিকেট প্রদান করেন -আইএসপিআর

ফিমেল মিলিটারি অফিসার্স কোর্স (এফএমওসি)-২৬ এর সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার গাজীপুরের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এ অনুষ্ঠিত হয়। এতে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি)-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল সুসানে গীতি প্রধান অতিথি ছিলেন। এ ছাড়া বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইএসপিআর জানায়, প্রথমবারের মতো বিপসটে আয়োজিত এ কোর্সে মালয়েশিয়া, ঘানা, যুক্তরাজ্য, সেনেগাল, ফিজি, জর্ডান, কঙ্গো, নেদারল্যান্ডস, পাকিস্তান, মঙ্গোলিয়া, পেরু, মালাউই, কাজাকিস্তান, প্যারাগুয়ে, মরক্কো, তিউনিসিয়া, বেনিন, নামিবিয়া, তানজানিয়া, পোল্যান্ড, নেপাল, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, নিউজিল্যান্ড, ফ্রান্সসহ এবং বাংলাদেশের ২৭ জন (২৫ জন বিদেশি) ফিমেল অফিসার অংশ নেন। গত ২২ আগস্ট শুরু হওয়া এফএমওসি কোর্সে অংশগ্রহণকারী ফিমেল অফিসারদের জাতিসংঘের উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি ধারণার আলোকে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর