রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

হাইড্রোলিক হর্নমুক্ত বাংলাদেশ দাবি

চট্টগ্রামে বিএইচআরএফের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

‘হাইড্রোলিক হর্নমুক্ত বাংলাদেশ ও একই সঙ্গে চট্টগ্রাম নগরের বিশেষ ২১টি স্পটকে ‘নীরব এলাকা’ ঘোষণার দাবি জানিয়ে গতকাল সকালে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিএইচআরএফ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আইনবিদ জিয়া হাবীব আহ্সানের সভাপতিত্বে, সংগঠক মাহামুদুর রহমান শাওনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুনীল কুমার সরকার, চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, অ্যাডভোকেট খাদেমুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক সৈয়দ মোহাম্মদ হারুন, মানবাধিকার নেতা অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ, পরিবেশকর্মী সুজন বড়ুয়া, মিরেরশরাই বিএইচআরএফ সভাপতি আবু সুফিয়ান চৌধুরী, প্রতিবন্ধীদের সংগঠন সিডিসির প্রধান নির্বাহী লুৎফুন্নাহার রূপসা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসীম উদ্দিন।

সর্বশেষ খবর