রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

গ্রেডিং পয়েন্ট পদ্ধতি বাতিল দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শেরেবাংলা মেডিকেল কলেজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সিজিপিএ (গ্রেডিং পয়েন্ট পদ্ধতি) বাতিল এবং ক্যারি অন প্রথা বহালের দাবিতে বিক্ষোভ করেছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। দাবি আদায়ের লক্ষ্যে গতকাল সকাল ১০টায় কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশ চলাকালে শিক্ষার্থীরা জানান, মেডিকেল শিক্ষাব্যবস্থায় সিজিপিএ প্রথা শিক্ষার্থীদের মানসিকভাবে বিপর্যস্ত করছে। সিজিপিএর কারণে চিকিৎসকদের মধ্যে শ্রেণি বৈষম্য তৈরি হবে। এ অবস্থায় ক্যারি অন পদ্ধতি বহাল এবং সিজিপিএ প্রথা বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জি এম নাজিমুল হকের দাবি, নতুন পদ্ধতি চিকিৎসাব্যবস্থাকে আন্তর্জাতিক মানসম্পন্ন করবে।

শিক্ষার্থীদের দাবির বিষয়টি সরকারের ঊর্ধ্বতন মহলে জানানোর কথা বলেন তিনি।

সর্বশেষ খবর