রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

দেশে রাজনৈতিক সংকট চলছে : ইসলামী ফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জাতীয় কাউন্সিলে বক্তারা বলেছেন, বর্তমানে দেশে রাজনৈতিক সংকট চলছে। রাজনৈতিক দলগুলোর প্রতিশোধপরায়ণ ও হিংসাত্মক রাজনীতির ফলে পরস্পর হিংসা-বিদ্বেষ বাড়ছে। তারা বলেন, হিংসাত্মক রাজনীতি ত্যাগ করে আদর্শিক রাজনীতির চর্চা করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া আগামীতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ কাউন্সিল হয়। সংগঠনের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব আল্লামা এম এ মতিন। বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মসিহুদ্দৌলা, ড. আল্লামা আফজাল হোসাইন, সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, অধ্যক্ষ আহমদ হোসাইন আলকাদেরী, শাইখ আবু সুফিয়ান খান আবেদী আলকাদেরী, আল্লামা ছাদেকুর রহমান হাশেমী, কাজী মামুনুর রশিদ প্রমুখ। প্রথম অধিবেশন শেষে সংগঠনের বিভিন্ন জেলা প্রতিনিধির অংশগ্রহণে দুপুরে বিশাল বর্ণাঢ্য মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এসে শেষ হয়।

সর্বশেষ খবর